৬৯টি আসন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ,বাদ পড়ছেন কয়েকজন সংসদ
সংগৃহীত ছবি

৬৯টি আসন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ,বাদ পড়ছেন কয়েকজন সংসদ

নিজস্ব প্রতিবেদক :

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগে ৬৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বাদ পড়েছেন বর্তমান কয়েকজন সংসদ সদস্য। আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৩নভেম্বর) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের  এসব তথ্য জানান।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রার্থী বাছাইয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

প্রায় চার ঘণ্টাব্যাপী এ বৈঠকে রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পরে ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে। টানা তিন দিন এই বৈঠক চলবে। শেষ হবে শনিবার (২৫ নভেম্বর)।

এর আগে, মনোনয়ন বোর্ড সভায় স্বাগত বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘মাটি ও মানুষের প্রতি যে ভালোবাসা, যে দরদ সেটা আমাদের থেকে বেশি কারও থাকতে পারে না। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। আমরা ভোট ও ভাতের আন্দোলন করেছি, মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। আওয়ামী লীগ সরকার আসার পর উত্তরবঙ্গে কেউ আর মঙ্গা দেখেনি।’

 

 

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *