আওয়ামী লীগের ভয় নেই, দেশের মানুষ অনেক সেয়ানা : পররাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত -Deshnetrow

আওয়ামী লীগের ভয় নেই, দেশের মানুষ অনেক সেয়ানা : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি :

দেশের মানুষ অনেক সেয়ানা তাই আওয়ামী লীগের কোনো ভয় নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, জনগণ সব বোঝে, তারা ভুল করে না। তারা আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে। তবে শুধু সরকার চাইলেই হবে না। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সকল দায়দায়িত্ব তাদের। তবে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের। সবাই আন্তরিক হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ড. আব্দুল মোমেন বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণ গোষ্ঠীর সংমিশ্রণে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক।

এছাড়াও

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

সিএমপি কমিশনারের গুলির নির্দেশনা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *