ক্রীড়া প্রতিবেদক :
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটায় বাংলাদেশে পা রাখে নারী ফুটবল দল আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল ৩টা ৩০ মিনিটে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের উদ্দেশে রওনা হয়েছেন চ্যাম্পিয়ন ফুটবলাররা।
বাংলাদেশ নারী ফুটবল দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সংবাদকর্মী, উৎসুক জনতা,এবং ইউটিউবারদের এক তুমুল হট্টগোলের সৃষ্টি হয় এতে নারী ফুটবল দলের কয়েক খেলোয়াড় ধাক্কাধাক্কির শিকার হন। এ সময় নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।
নারী ফুটবলারদের বহনকৃত ছাদ খোলা দ্বিতল বাসটি রাস্তা দিয়ে যাবার সময় প্রচুর মানুষ তাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছে।
বাসটি এখন মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে যাচ্ছে সেখানে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।