বিশেষ প্রতিবেদক :
২০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণে ব্যাংকে আয়কর রিটার্নের প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক নয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড তবে ঋণগ্রহীতার করারোপযোগ্য আয় থাকা যাবে না।
এর আগে ঋণ ও ক্রেডিট কার্ড নিতে টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) সনদ দেখানোর পাশাপাশি, নিয়মিত আয়কর রিটার্ন জমা দিচ্ছেন কিনা ব্যাংকে তার প্রমান দেখাতে হত।সেই প্রমাণপত্র ছাড়া কাউকে ক্রেডিট কার্ড দিলে সেই ব্যাংককে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিল।
এ কারণে বিপাকে পড়েছিলেন ক্ষুদ্রঋণ ও ক্রেডিট কার্ড নিতে ইচ্ছুকরা। আয়কর বিবরণী জমার প্রমাণপত্র দেখাতে না পারায় তারা ঋণ এবং ক্রেডিট নিতে পারছিলেন না। এবার সেই বাধ্যবাধকতা শিথিল করলো এনবিআর।
ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের এ শর্তসাপেক্ষ ছাড় আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।