নির্বাচনের রোডম্যাপ মোটামুটি প্রস্তুত, আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে: সিইসি
সংগৃহীত ছবি

নির্বাচনের রোডম্যাপ মোটামুটি প্রস্তুত, আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে: সিইসি

রাজশাহী প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ‘মোটামুটি প্রস্তুত’, আগামী সপ্তাহে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে চিঠি পাওয়ার উল্লেখ করে তিনি বলেছেন, “তারপর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহেই তা ঘোষণা করা হতে পারে।”

শনিবার রাজশাহীতে আঞ্চলিক লোকপ্রশাসন হল রুমে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্র দখল করার জন্য যারা বসে আছেন তাদের ‘স্বপ্নভঙ্গ’ হবে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন, “যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ- সেই সুযোগ তারা পাবে না। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে পুরো কনস্টিটিয়েন্সি ক্যানসেল করে দিব।“

নির্বাচন কমিশন ‘জনগণের পক্ষে’ কাজ করছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। রাজনৈতিক বিতর্কের মধ্যে থাকতে চাই না।”

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলছে। আশা করি ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

তিনি আরো বলেন, সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে এবং বিচার-প্রক্রিয়া চলছে। বিচার চলাকালীন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী হয়, রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *