দেশনেত্র প্রতিবেদক :
উচ্চকক্ষ বিষয়ক আলোচনা পর্যালোচনা চলছে আগামী দুই-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে জাতীয় ঐকমত্য কমিশন, এ তথ্য জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৫ম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, আলোচনার আগ্রহ প্রশংসনীয় যার ফলেই নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণা পত্র করা সম্ভব হবে। ৩১ জুলাইয়ের মধ্যে একটি সমঝোতা পৌঁছানোই লক্ষ্য।
তিনি জানান, আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা শুরু হয়েছে।