টানা ৪র্থ দিনের মতো নগরভবন অবরোধ করে  বিক্ষোভ ইশরাক সমর্থকদের 

টানা ৪র্থ দিনের মতো নগরভবন অবরোধ করে  বিক্ষোভ ইশরাক সমর্থকদের 

দেশনেত্র প্রতিবেদক :

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

রবিবার (১৮ মে) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

সকাল থেকে আন্দোলনকারীরা ছোট ছোট মিছিল নিয়ে নগরভবনের বিভিন্ন ফটকে অবস্থান নেন। তারা নগর ভবনের ফটকগুলোয় অবস্থান নিয়েছেন, ভেতরের বিভিন্ন ফটকে ঝুলিয়েছেন তালা।এতে নগর সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এ সময় ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে গতকাল শনিবার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত তার সমর্থকরা নগর ভবনের প্রধান কার্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা নগর ভবনে মোট ৬৫টি তালা লাগিয়েছিলেন।

পরে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘যেহেতু আমি এই আন্দোলনের ঘোষণা দিই নাই, আদেশ-নির্দেশনা কিছুই দিই নাই, সে ক্ষেত্রে আমি তাদের (আন্দোলনকারীদের) অবশ্যই বলব, তারা যাতে এমন কিছু না করে, যাতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পাশাপাশি আমি তাদের আন্দোলন করার অধিকারকে না বলতে পারি না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেউ যদি আন্দোলন করে, আমি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অধিকার রাখি না।’

 

এছাড়াও

ভোটের আগে সব এসপি-ওসি বদলি হবেন লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের আগে সব এসপি-ওসি বদলি হবেন লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক : নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) লটারির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *