জীবন দিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস মোকাবিলা করেছে পুলিশ: প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

জীবন দিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস মোকাবিলা করেছে পুলিশ: প্রধানমন্ত্রী

 

দেশনেত্র প্রতিবেদক :

 

জনগণের জানমাল রক্ষায় পুলিশের সদস্যরা জীবন দিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস মোকাবিলা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়ে, সবার আগে আশ্রয় খোঁজে পুলিশের কাছে।

রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আজ মঙ্গলবার পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দক্ষতা দিয়ে মানুষের সেবা করার মতো করে পুলিশ বাহিনীকে গড়ে তোলা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীকে মানুষের সেবায় আমরা গড়ে তুলেছি। প্রাকৃতিক দুর্যোগে পুলিশ বিশেষ ভূমিকা রেখেছে। করোনায় যখন আত্মীয় স্বজন পাশে ছিল না, পুলিশ ছিল মানুষের পাশে। মৃত লাশ দাফন কাফনের ব্যবস্থাও করেছে।’

দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের ভূমিকা অব্যাহত রাখতে হবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন নিশ্চিতে শান্তি ও স্থিতিশীলতার বিকল্প নেই। এজন্য পুলিশ বাহিনীকে আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে দেশের মানুষের আস্থা অর্জন করতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকে ভূষিত করা হয়।

এছাড়াও

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

দেশনেত্র প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *