জ্যেষ্ঠ প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনগণের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপির আজ ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে যোগ দেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে।
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর বেসামরিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিএমপিকে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থা অর্জন করেছে ডিএমপি। এই বাহিনী এখন জনগণের। পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রায় আড়াই কোটি মানুষের শহরে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হলেও ডিএমপি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। থানাকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, রাত ৩টায়ও যেন একজন নারী রাস্তায় বেরিয়ে পুলিশকে পাশে পায় ডিএমপিকে এমন বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই। ঢাকাকে ২৪ ঘণ্টাই নিরাপদ হিসেবে গড়ে তোলার আশাও করেন তিনি।