দেশনেত্র প্রতিবেদক :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের জাতীয় সংসদে কেন এসেছেন—তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জিএম কাদের বলেন, এই সংসদে ভারসাম্য রক্ষা হয়নি। জিএম কাদেরের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘তাই যদি হয় তাহলে উনি আসলেন কেন? সংসদের প্রথম অধিবেশনে জিএম কাদের যে ধরনের বক্তব্য রেখেছেন—তা ঠিক হয়নি।’
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে বলেন, বিএনপির কালো পতাকা মিছিলটি অবৈধ ছিল। কারণ, পুলিশের অনুমতি নেওয়া হয়নি।
এ সময় বিএনপির কালো পতাকা, কালো ব্যাজ এসবের প্রতি মানুষের সমর্থন নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অনুমতি না নিয়ে তারা রাজপথে ফ্রি স্টাইল করবে আর আমরা বসে বসে দেখব তা হবে না।’
দলের পরীক্ষিত ত্যাগীদের সংরক্ষিত আসনের জন্য মূল্যায়ন করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সংরক্ষিত ৫০ আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৮ ও স্বতন্ত্ররা ১০টি আসন পাবে।