দেশনেত্র প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় সারা দেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো.জাহাঙ্গীর আলম।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাওঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জাহাংগীর আলম বলেন, ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহী বিভাগে ভোট পড়েছে ২৬ শতাংশ এবং ময়মনসিংহে ২৯ শতাংশ ভোট পড়েছে বিকেল ৩টা পর্যন্ত।
এর আগে তিনি জানান, সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।