সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন সিরাজগঞ্জে
সংগৃহীত ছবি

সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন সিরাজগঞ্জে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, ঢাকা থেকে বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক  রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকা দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে দাড় করায়। এমন সময় ৪-৫ জন মুখোশধারী লোক এসে চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে গাড়ির কেবিনে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, আগুন লাগার পর চালক ও সহকারী ভয়ে গাড়ি থেকে নেমে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়িটির সামনের কেবিন পুড়ে যায়। ট্রাকটিতে অগ্নিসংযোগের সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এছাড়াও

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক

দেশনেত্র ডেস্ক : চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *