দেশনেত্র প্রতিনিধি:
রাজধানীর গোপীবাগে “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনে আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে ট্রেনটির অন্তত পাঁচটি বগি।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসীম।
যশোরের বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের পাঁচটি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বগিগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, “ট্রেনটির কয়েকটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে খিলগাঁও, পোস্তগোলা ও আশপাশের ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।”
ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়েছে, সাতটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেনাপোল এক্সপ্রেসে এ আগুনের ঘটনার বাইরে গত ২৮ অক্টোবরের পর থেকে হরতাল-অবরোধের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় চারটি ট্রেনে আগুন দেওয়া এবং রেললাইন কেটে ফেলার একটি ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। রেললাইনে আরও ১৯টি অগ্নিসংযোগ এবং ৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।