নিজস্ব প্রতিবেদক :
আজ মেট্রোরেলের আরও দুইটি স্টেশন শাহবাগ ও কারওয়ান বাজার জনগণের জন্য চালু করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে এ দুটি স্টেশন চালু হওয়ার মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হলো।
মিরপুরের বাসিন্দা শাহবাগের যাত্রী মোঃ হুমায়ুন কবিরের সাথে কথা বলে তিনি বলেন, আমার আত্মীয় শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল এ ভর্তি রয়েছেন, এ কারণে প্রায় প্রতিদিনই শাহবাগে আসতে হয়। মেট্রোরেলের শাহবাগ স্টেশন খুলে দেয়ায় তিনি অত্যন্ত খুশি। তিনি বলেন, আগে টিএসসির স্টেশন ব্যবহার করতাম। এখন এখান থেকে ব্যবহার করতে পারছি। এতে আমার জন্য সুবিধা হয়েছে। সময়ের সাশ্রয় হয়েছে। আর যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছি।
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে বাকি স্টেশনগুলো খুলে দেওয়া হয়।
মেট্রোরেলের পথটির নাম এমআরটি লাইন-৬, যা ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ। এ পথে স্টেশন মোট ১৭টি। এরমধ্যে ১৬টি স্টেশন সম্পূর্ণভাবে চালু হয়েছে। এখন শুধু বাকি থাকলো কমলাপুর স্টেশন, যা ২০২৫ সালে চালু হবে।