পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ৩৫ দেশের ১৮০ জনের আবেদন

দেশনেত্র প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এখন পর্যন্ত ৩৫ দেশের প্রায় ১৮০ জন নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন। তবে এখন পর্যন্ত পর্যবেক্ষকের সংখ্যা চূড়ান্ত করা হয়নি। যাচাইবাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এখন পর্যন্ত কতটি দেশের কতজন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আগের ব্রিফিংয়ে ৯টি দেশ থেকে পর্যবেক্ষক আসার কথা বলেছিলাম, এখন আরও একটি যোগ হয়েছে, সেটা হচ্ছে গাম্বিয়া। অর্থাৎ ১০টি দেশ থেকে পর্যবেক্ষক আসবেন।

পর্যবেক্ষকদের জন্য বরাদ্দের বিষয়ে তিনি বলেন, আমরা তো বলেছি পর্যবেক্ষকরা যদি লোকাল হসপিটালিটি চায়, তবে তাদের সেটা আমরা দেব। আর যেটা হচ্ছে, তারা বাংলাদেশে অবস্থানের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই সবকিছুই বাজেটের মধ্যে থাকবে। যে কারণে বাজেটের বিষয়টি এখনই কিছু বলা যাচ্ছে না।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *