দুই ঘণ্টা পরপর কত শতাংশ ভোট হলো তার আপডেট জানাবে ইসি
সংগৃহীত ছবি

দুই ঘণ্টা পরপর কত শতাংশ ভোট হলো তার আপডেট জানাবে ইসি

দেশনেত্র প্রতিবেদক :

আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতি দুই ঘন্টা পর পর কত শতাংশ ভোট পড়ল তার আপডেট জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার দুপুরে ময়মনসিংহ টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ৬টি জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমরা একটি ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করেছি। সেই অ্যাপের মাধ্যমে দুই ঘণ্টা পরপর কত শতাংশ ভোট হলো, তা দেখানো হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো জায়গা থেকে তা দেখতে পারবে। যদি দেখা যায়, বেলা ২টায় ২০ শতাংশ ভোট হলো আর তিনটায় গিয়ে ৯০ শতাংশ হয়ে গেল, সেটা তো বিশ্বাসযোগ্য হবে না। অবাধ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের ভেতরে ভারসাম্য তৈরি করতে হবে।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যদি কোথাও কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়, তাহলে সাথে সাথেই প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করতে হবে। ভোট শেষে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।’

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *