দেশনেত্র প্রতিবেদক :
রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে নাশকতাকারীরা। এ ঘটনায় একটি বগি থেকে মা-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩২) ও তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন। বাকি দুইজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে সোমবার রাত ১১টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের তিনটি বগিতে। এসময় যাত্রীরা চিৎকার শুরু করেন। পরে ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামানো হয়।
বাংলাদেশ রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন জানান, নাশকতার কারণে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
আগুন নেভানো ও মরদেহগুলো উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।