দুই দিনে দুর্বৃত্তের আগুনে পুড়ল যে কয়টি গাড়ি
দুই দিনে দুর্বৃত্তের আগুনে পুড়ল যে কয়টি গাড়ি

দুই দিনে আগুনে পুড়ল যে কয়টি গাড়ি

দেশনেত্র প্রতিবেদক :

বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সারাদেশে ডাকা অবরোধে গেল দু’দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ঢাকায় ৭টি বাসে আগুন দেয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে জ্বালিয়ে দেয়া হয় একটি স্টাফ বাস। রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে ও রাত সাড়ে ৯টার কিছু পরে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়। এছাড়া, রাত সাড়ে ১২টায় রায়েরবাগ এলাকায় ও রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়।

ঢাকার বাইরে সন্ধ্যা সাতটার পর পর আশুলিয়া কবিরপুর বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে আটটায় ফেনীর সালাউদ্দিন রোডে একটি বাস পোড়ানো হয়।

এছাড়া আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে গুলিস্তান এলাকায় একটি বাসে এবং দুপুর সাড়ে ১২টা নাগাদ গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর দুপুর পর্যন্ত দুর্বৃত্তরা এ পর্যন্ত ২৭৬টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *