বিএনপির অবরোধে বাসে আগুন
সংগৃহীত ছবি

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে বেতন বৃদ্ধির আবারো বিক্ষোভ শুরু করেছে পোশাক শ্রমিকরা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং দুইটি বাসে অগ্নি সংযোগ করে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতিকারী দুটি বাসে আগুন দিয়েছে। পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে রাখে।

স্থানীয়রা জানিয়েছে, বেতন বাড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।

তারা জানান, এক পর্যায়ে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসে আগুন ধরিয়ে দেন তারা। শ্রমিকরা সংঘটিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নিয়েছে।

এছাড়াও

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক : বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে রকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *