বিদেশিদের চাপে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন সরকারের: মির্জা ফখরুল
ফাইল ছবি: দেশনেত্র

বিদেশিদের চাপে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন সরকারের: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

বিদেশিদের চাপে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। জনগণকে বোকা বানাতে এমন করেছে সরকার, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন নয়, বাতিল চায় বিএনপি।সামনে নির্বাচন আছে বলে ভদ্রলোক হওয়ার চেষ্টা করছে সরকার। কিন্তু বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, আমান উল্লাহ আমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে সাজাই প্রমাণ করে সরকার বেআইনি ও ফরমায়েশি রায়ের মাধ্যমে তাদের নীলনকশা বাস্তবায়ন করছে।

দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বৈঠকে। অবৈধ শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে সরকার বিচার বিভাগকে ব্যবহার করছে। একইসঙ্গে প্রশাসন, পুলিশ, দুদকসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।

এছাড়াও

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

দেশনেত্র প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *