সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত
ছবি-Deshnetrow

সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুশীল সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ।

দুপুর সাড়ে ১২টার দিকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এরপর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুর আড়াইটায় ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাফরুল্লাহর ছেলে বারিশ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রে তার দাফনের বিষয়টি ঘোষণা করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, আজ বিকেল ৪টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার দ্বিতীয় জানাজা হবে।

আগামীকাল শুক্রবার শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানেও তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রেই তার মরদেহ দাফন করা হবে।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস‌্যাও দেখা দেয়। এ ছাড়া, তিনি গুরুতর সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত ছিলেন।

এছাড়াও

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক : বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে রকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *