নিজস্ব প্রতিনিধি :
আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই সদস্যদের (এমপি) ভোটে নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
বুধবার (২৫ জানুয়ারি) এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
পরপর দু’বার দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতির পদে আর থাকছেন না মো. আব্দুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদে নির্বাচনের বাধ্যবাধকতা আছে।
এ নিয়ে গতকাল জাতীয় সংসদে ভবনে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পরে জানান, বুধবার (২৫ জানুয়ারি) কমিশন বৈঠকেই চূড়ান্ত হবে তফসিল। এরই ধারাবাহিকতায় আজ তফসিল ঘোষিত হলো।