deshnetrow গাইবান্ধা ৫ উপ নির্বাচন বাতিল
গাইবান্ধা-৫ উপ-নির্বাচন বাতিল করেছেন ইসি

গাইবান্ধা-৫ উপ-নির্বাচন বাতিল করেছেন ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক:
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছেন ইলেকশন কমিশন।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করার পর প্রেস বিফ্রিং এ কথা বলেন সিইসি। এর আগে কয়েক দফায়৫১ টি ভোট কেন্দ্র স্থগিত করা হয়।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, “ভোট ফেয়ারলি হতে হবে নিরপেক্ষ হতে হবে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ভোটগ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কোন একটি পক্ষ বা প্রতিদ্বন্দ্বি প্রার্থী নির্বাচনকে প্রভাবিত করতে পারছেন”
তিনি আরো বলেন পরবর্তীতে বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহমুদ হাসান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)।
এর আগে এক ঘোষণায় আওয়ামী প্রার্থী ছাড়া বাকি চার প্রার্থী অনিয়মের অভিযোগে একযোগে ভোট বর্জন করেছেন করেছেন।

এছাড়াও

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

দেশনেত্র প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *