রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত : মুক্তিযুদ্ধমন্ত্রী
রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত : মুক্তিযুদ্ধমন্ত্রী

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাত ১২টার পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত বলে মনে করেন তিনি।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

তিনি বলেন, ‘লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং। আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে।’

এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘গবেষণা না থাকলে ভবিষ্যতে মেধার সংকট দেখা দেবে। এমনিতে বর্তমানে টেকনোলজি, বিশেষ করে মোবাইলের কারণে আমাদের সন্তানেরা এখন রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত এগুলো নিয়েই থাকে। আমাদের সময় আমরা যেভাবে লাইব্রেরিতে যেতাম, লেখাপড়ার যে উদ্যোগ ছিল, এখন সেগুলো নাই। নিশ্চয়ই কানেক্টিভিটি বা টেকনোলজি প্রয়োজন কিন্তু সবকিছুরই একটা মাত্রা থাকা দরকার।‘

এসময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করে দিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানান।
তিনি বলেন, পৃথীবির প্রায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় পার্টটাইম চাকরির সুযোগ আছে। এটা আমাদের দেশেও সম্ভব। ছাত্রদের হাতে যদি একটা পার্টটাইম কাজ থাকে তবে তাদের লেখাপড়া করতে সমস্যা হবে না।

 

এছাড়াও

ভোটের আগে সব এসপি-ওসি বদলি হবেন লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের আগে সব এসপি-ওসি বদলি হবেন লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশনেত্র প্রতিবেদক : নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) লটারির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *