জ্যেষ্ঠ প্রতিবেদক :
অক্টোবর মাসেই বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা দিতে পারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।জ্বালানি খাতে সরকারের ভর্তুকি কিছুটা কমিয়ে আনতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
রোববার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
গত ১৮ মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি নিয়ে বিইআরসির সর্বশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়।গণশুনানি তিন মাসের মধ্যে মূল্য নির্ধারণ করার বাধ্যবাধকতা থাকলেও সরকারের উচ্চ মহলের নির্দেশের অপেক্ষায় রয়েছে বিইআরসি।
দেশে গত এক যুগে নয়বার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে দাম বাড়ানো হয়। বর্তমানে বিদ্যুতের দাম কত বাড়তে পারে এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।
তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের উপর গণশুনানিকালে বিইআরসি’র টেকনিক্যাল কমিটি পাইকারি বিদ্যুতে ২ দশমিক ৯৯ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। অর্থাৎ প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে ওই কমিটি।