নিজস্ব প্রতিবেদক :
মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে আটক মো. গিয়াস উদ্দিন খান (৮০) মারা গেছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গিয়াস উদ্দিন খান ময়মনসিংহের ফুলপুর উপজেলার মাইসুদ্দিন গ্রামের মৃত মফিজ উদ্দিন খানের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ মার্চ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গিয়াস উদ্দিন খানকে আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়।
গিয়াস উদ্দিন খানের রক্তচাপ কমে যাওয়ার কারণে, ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে, উন্নত চিকিৎসার জন্য, কারা কর্তৃপক্ষ তাকে ১৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে, গত ২১ সেপ্টেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত আনা হয়।
২৬ সেপ্টেম্বর সকাল পৌনে ৯ টায় বন্দির শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে আবার জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১০ টায় তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক মৃত্যুর কারণ হিসাবে বন্দির নিম্ন রক্তচাপ উল্লেখ করেছেন।
ময়না তদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।