যে কারণে গ্রেফতার হলেন সাংবাদিক শওকত মাহমুদ 
ফাইল ছবি

যে কারণে গ্রেফতার হলেন সাংবাদিক শওকত মাহমুদ 

দেশনেত্র প্রতিবেদক :

সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়ন্দা শাখার সদস্যরা। আজ দুপুরে রাজধানীতে তার বাসার সামনে থেকে জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি এই সাংবাদিককে রাজধানীর রমনা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এনায়েতের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগে আমাদের সদস্যরা গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

সম্প্রতি মার্কিন একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেপ্তার হন এনায়েতুর রহমান চৌধুরী। তিনি দেশের প্রথম সারির ব্যবসায়ী, রাজনৈতীক ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাসন নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে বৈঠক করছিলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। এসব অভিযোগে তাকে রমনার থাকার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে একাধিক ঘটনায় এই শওকত মাহমুদের নাম এসেছে।

 

এছাড়াও

দেশের চিনি বিক্রির জন্য আপাতত আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

দেশের চিনি বিক্রির জন্য আপাতত আমদানি বন্ধ: শিল্প উপদেষ্টা

নাটোর প্রতিনিধি : দেশের চিনিকলের উৎপাদনকৃত চিনি বিক্রির জন্য আপাতত বিদেশ থেকে চিনি আমদানি করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *