দেশনেত্র প্রতিবেদক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর একটি বেসরকারি বিমান থেকে থেকে চার কেজি ৪২০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। টাকার হিসেবে এর মূল প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নাই।
বুধবার ভোর সাড়ে পাঁচটায় ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট তল্লাশি চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়।
শাহজালালের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার সাংবাদিকদের বলেন, উড়োজাহাজের কেবিনে স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয় যায়।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কসটেপ কেটে ৩৮ পিস (প্রতি পিস ১০ তোলা) গোল্ডবার পাওয়া যায়।
জব্দ করা স্বর্ণগুলো ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গুদামে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।