অবশেষে ৭১ টিভিকে ক্ষমা করলেন মুশফিকুর রহিম
সংগৃহীত ছবি

অবশেষে ৭১ টিভিকে ক্ষমা করলেন মুশফিকুর রহিম

দেশনেত্র অনলাইন ডেস্ক:

৬ ডিসেম্বর মুশফিকের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটকে কেন্দ্র করে “মিরপুর টেস্টে স্পট ফিক্সিংয়ের গন্ধ! সন্দেহ সিনিয়র ক্রিকেটারের দিকে!’’ শিরোনামে একটি প্রতিবেদন ৭১ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান খেলাযোগের ফেসবুক পেজ ও ইউটিউবে প্রতিবেদন প্রচার করা হয়। সেখানে জাতীয় দলের সাবেক অধিনায়কের আউট নিয়ে মনগড়া, অসত্য, উদ্দেশ্য-প্রণোদিত তথ্য পরিবেশন করে চ্যানেলটি। এর প্রেক্ষিতে মুশফিক তার আইনজীবীর মাধ্যমে গত ৯ ডিসেম্বর একটি লিগ্যাল নোটিশ পাঠান। যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে চারটি বিষয়ের নিষ্পত্তি চাওয়া হয়।

এই বিষয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেন মুশফিকের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। যেখানে তিনি জানিয়েছেন, মনগড়া, অসত্য, উদ্দেশ্য-প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করায় নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ায় ৭১ টেলিভিশনকে ক্ষমা করে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

মুশফিকের আইনজীবী জানান, ৭১ টেলিভিশন তাদের আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে তাদের জবাব ও ব্যাখ্যা দিয়েছে। আমরা নিউজিল্যান্ডে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলে আজ সংবাদ সম্মেলনে হাজির হয়েছি।

তিনি আরও জানান, ৭১ টেলিভিশন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। তারা পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। চ্যানেলটি স্বীকার করে নিয়েছে যে, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিতর্কিত প্রতিবেদনটি যে ভুল এবং তথ্য নির্ভর নয় তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা সরিয়ে নিয়েছে। তারা জানিয়েছে, শুধুমাত্র প্রতিবেদনটি সরিয়ে ফেলাই নয়, তারা তাদের ভুল জনসম্মুখে স্বীকার করে খেলাযোগে ‘একাত্তর টিভি, খেলাযোগ পরিবার উক্ত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছে’ এই মর্মে প্রচার করেছে। তাছাড়া তারা একটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমেও তাদের ভুল স্বীকার করে প্রতিবেদন প্রচার করেছে। একই সঙ্গে চ্যানেলটি সংশ্লিষ্ট প্রতিবেদককে অফিসিয়ালি সতর্ক করেছে বলে আমাদের লিখিতভাবে উক্ত জবাবে নিশ্চিত করেছে। চ্যানেল কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, প্রতিবেদনটির ভুলের কারণে সংগৃহীত ছবি তারা গভীরভাবে অনুতপ্ত।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *