হত্যার উদ্দ্যেশ্যে হামলা ও নাশকতার মামলায় ২ জন গ্রেফতার
প্রতীকী ছবি

হত্যার উদ্দ্যেশ্যে হামলা ও নাশকতার মামলায় ২ জন গ্রেফতার

দেশনেত্র প্রতিবেদক :

হত্যার উদ্দ্যেশ্যে হামলা, নাশকতার এবং পুলিশের কাজে বাধা দেওয়া মামলায়  ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-১০ সূত্রে জানা গেছ,  যাত্রাবাড়ী থেকে যুবদল সদস্য মো. নাজমুজ সাকিব (২৫) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থেকে জাহিদ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে ।

র‌্যাব-১০ এর অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি যুবদল সদস্য মো. নাজমুজ সাকিবে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সোমবার সকালে র‌্যাব-১০ এর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন খিরগ্রাম এলাকায় চালানো অপর একটি অভিযানে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেপ্তার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা এরমধ্যে রাজধানীর কামরাঙ্গীচর, কদমতলী, যাত্রাবাড়ী এবং ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।

আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

এছাড়াও

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দেশনেত্র ডেস্ক : রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *