বিএনপি'র নতুন কর্মসূচির ঘোষণা
ফাইল ছবি : দেশনেত্র

বিএনপি’র নতুন কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির অংশ হিসেবে থাকছে আগামীকাল শুক্রবার দেশব্যাপী সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ, ওইদিন দুপুর ২টা থেকে কর্মসূচি শুরু হবে। যেখানে জেলা ও মহানগর দুটোই রয়েছে সেখানে একত্রে কর্মসূচি পালিত হবে।

এ ছাড়া রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে।

এর আগে ঢাকা মহানগরের কর্মসূচি গতকাল বুধবার ঘোষণা করা হয়েছিল। একই দাবিতে আজ ঢাকা মহানগর ব্যতীত দেশের সকল জেলা ও মহানগরে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

এছাড়াও

উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের শঙ্কা

উত্তরায় স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের শঙ্কা

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *