জনদুর্ভোগ সৃষ্টি করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

জনদুর্ভোগ সৃষ্টি করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

যারাই আইন অমান্য করবে এবং জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (২৩ জুলাই) সকালে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন ।

বিএনপিসহ বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই স্বাভাবিক।’

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত তাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪০ বছর পূর্তির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, ক্র্যাব সেক্রেটারি মামুনুর রশিদ, র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীসহ অনেকেই।

এছাড়াও

জাতীয় নির্বাচনে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের পরিকল্পনা

জাতীয় নির্বাচনে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের পরিকল্পনা

দেশনেত্র প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *