সমকামিতার ফাঁদ পেতে অপহরণ, টাকা না দেওয়ায় খুন করা হয় আমিরকে
ছবি : সংগৃহীত

সমকামিতার ফাঁদ পেতে অপহরণ, টাকা না দেওয়ায় খুন করা হয় আমিরকে

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সমকামী তরুণদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতো একটি চক্র। এরপর আগ্রহী তরুণদের গাজীপুর চৌরাস্তা এলাকায় এনে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করে ছেড়ে দিতো।

গত বছরের ১৭ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এ চক্রের ডাকে ঢাকায় আসেন আমির হোসেন (২৫)। এরপর চক্রের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে অপহৃত হন। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও টাকা না পেয়ে আমিরকে খুন করে লাশ গুম করে চক্রটি।

দীর্ঘ তদন্ত শেষে বুধবার (১৭ মে) নোয়াখালীর হাতিয়া দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা মো. তারেক ওরফে তারেক আহাম্মেদ (৩১), মোহাম্মদ হৃদয় আলী (২৯), আশরফুল ইসলাম (২৩), রাসেল সরদার (২৫), তৌহিদুল ইসলাম বাবু (৩০)।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে এক ব্রিফিং এ উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম এ তথ্য জানান।

এছাড়াও

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দেশনেত্র ডেস্ক : রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *