জ্যেষ্ঠ প্রতিবেদক :
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন মেট্রোরেলের নিরাপত্তায় কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেট্রোরেলে যারা ঢিল ছুড়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা।
অপরাধী শনাক্ত হলে শাস্তি হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকার জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিতের বিধান রয়েছে। এ ধরনের অপতৎপরতায় যেই জড়িত থাকুক না কেন তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেল আইন ২০১৫-এর অধীনে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সব বিষয় খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।
মেট্রোরেল আইন ২০১৫-তে বলা হয়েছে, ‘কোনও ব্যক্তি যদি মেট্রোরেল এবং তার যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন হয় বা বিঘ্ন হবার সম্ভাবনা থাকে, এ ধরনের কোন কর্মকাণ্ড করে থাকে, তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’
মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে এ মামলা করেছে।
পুলিশ বলছে, ঢিল ছোড়ার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি), র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আরও কয়েকটি ইউনিট কাজ করছে।
সোমবার (১ মে) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় রাতে একটি মামলা হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে এ মামলা হয়েছে। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।