নিজস্ব সংবাদদাতা :
রাজধানী মিরপুর পল্লবীতে এক বাসা থেকে বিপ্লব জামান নামে এক ব্যক্তির মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। নিহত ব্যক্তি পেশায় সাংবাদিক ছিলেন বলে জানা গেছে। এ সময় নিহত ব্যক্তির রক্তের দাগ ভবনের দ্বিতীয় তলার সানসেট সহ ভবনের বিভিন্ন জায়গায় দেখা গেছে
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পল্লবী সাংবাদিক প্লট রোড নম্বর ৭ রোডের একটি ভবনের ফ্লাট থেকে বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করা হচ্ছে।সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ শুরু করেছে। যতটুকু দরজার ফাঁক দিয়ে দেখা গেছে মরদেহটি বারান্দায় পড়ে আছে।
ওসি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত ব্যক্তি ‘বিজনেস এক্সপ্রেস’ নামে একটি গণমাধ্যমে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,বিপ্লব জামান ভবনটির পঞ্চম তলায় একাই বসবাস করতেন।