দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দেশনেত্র প্রতিবেদক :

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে নতুন করে সোনার  দাম নির্ধারণ করেছে । ভরিতে এবার ১ হাজার ৫০ টাকা ক‌মিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে  ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লক্ষ ৩৮ হাজার ২৮৮ টাকা।

রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হবে।

গত ২৩ ডিসেম্বর এ মাসের ১ম দফায় সোনার দাম ভরিতে কমানো হয় ১ হাজার ২৪৮ টাকা।

দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লক্ষ ৩৮ হাজার ২৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম  ১ লক্ষ ৩২ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লক্ষ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

 

এছাড়াও

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বি ও জেড গ্রুপের আধিপত্য

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশর শেয়ার বাজারে বর্তমানে দূর্বল ও মৌলভিত্তিহীন শেয়ারের আধিপত্য লক্ষ করা যাচ্ছে। সাপ্তাহিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *