আজ পারিবারিক শিকড় দিবস
সংগৃহীত ছবি

আজ পারিবারিক শিকড় দিবস

কারা আপনার পূর্বপুরুষ, জানেন কি?

আপনি ঠিক আপনার কততম পূর্বপুরুষ সম্পর্কে জানেন? কে আপনার দাদার বাবা, তাঁর বাবা কিংবা তাঁর বাবা? এখন যেখানে নিবাস, নিশ্চয়ই শতাব্দীর পর শতাব্দী ধরে তাঁরা সেখানেই ছিলেন না! তাহলে কোথায় ছিল আপনার পরিবার বা বংশের মূল উৎসস্থল? পৃথিবীর কোন প্রান্ত থেকে এখানে এসে নিবাস গড়েছিলেন আপনার পূর্বপুরুষ? যদি সৈয়দ শামসুল হকের কবিতার সেই তেরো শত নদী সত্যিই শুধায়, ‘কোথা থেকে তুমি এলে?’ কতদূর পর্যন্ত জবাব দিতে পারবেন?

কেউ কেউ হয়তো কিছুটা পারবেন। আবার অনেকের কাছেই হয়তো নিজের দাদা বা পরদাদার ঠিকুজি-কুষ্ঠির পূর্বের আর কোনো তথ্য নেই। তবে একবার কিন্তু খুঁজে দেখা যেতেই পারে। আপনার কোনো পিতৃপুরুষ হয়তো জগদ্বিখ্যাত মানুষ ছিলেন। ছিলেন রাজা-মহারাজা, বিখ্যাত বিজ্ঞানী, লেখক, শিল্পী কিংবা অন্য কিছু। তেমন কোনো রথী-মহারথী না হলেও অবশ্য বিশেষ কোনো ক্ষতি নেই। অন্তত জানা হলো, শরীরে বইছে কোন পরম্পরার রক্ত।

মানুষ হয়তো আপাতস্থিতিশীল। কিন্তু আদতে তো তার জীবন পরিযায়ী। কখনো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ থেকে বাঁচতে, কখনো উন্নততর জীবন, খাদ্য বা বাসস্থানের খোঁজে মানুষ তার আবাস বদলেছে। থিতু হয়েছে একের পর এক নতুন পরিবেশে। ভিন্ন জাতি-গোষ্ঠীর সঙ্গে ঘরকন্না হয়েছে। ধীরে ধীরে স্মৃতি থেকে মুছে গেছে পেছনে ফেলে আসা মৌলিক শেকড়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরাও এগিয়ে চলেছি নবতর পৃথিবীর দিকে। যত বেশি আধুনিক হচ্ছি, ততই যেন ভুলতে বসেছি নিজেদের শিকড়কে। ফলে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সামনে চলে আসে। তা হলো, পরবর্তী প্রজন্ম আমাদের ঠিক কতটা মনে রাখবে? জবাবটা খুবই সহজ—আমাদের পূর্ববর্তীদের আমরা যতটা মনে রেখেছি।

আজ ২৩ ডিসেম্বর, পারিবারিক শিকড় দিবস (রুটস ডে)। ঠিক কবে এই দিবসের চল শুরু হয়েছিল, জানা যায় না। তবে ধারণা করা হয় যে আমেরিকায় ৪০ বছরের বেশি সময় ধরে দিনটি পালিত হচ্ছে। আমরাও কিন্তু পালন করতে পারি। নিজের অস্তিত্বের উৎস খুঁজতে আজকের দিনটি বেছে নেওয়া যেতেই পারে।

এছাড়াও

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

রাজধানীতে নারী সাংবাদিককে মারধর ও শ্লীলতাহানী, গ্রেপ্তার তিন

দেশনেত্র প্রতিবেদক : রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *