দেশনেত্র প্রতিবেদক :
অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে সরকারকে বৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশই বহাল থাকলো।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
আইনজীবীরা বলছেন, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আগামী সংসদেও এই সরকারকে বৈধতা দেয়ার প্রয়োজন পড়বে না।
অন্তর্বর্তীকালীন সরকারের শপথের আগে আপিল বিভাগের মতামত নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে সুপ্রিমকোর্টের নিয়ম মেনে মতামত দেননি তৎকালীন আপিল বিভাগ।
প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়ায় তারা আদৌ মতামত দিয়েছেন কীনা সংশয় প্রকাশ করেন রিটকারী।
বৃহস্পতিবার সব প্রশ্নের উত্তর দিলেন দেশের সর্বোচ্চ আদালত। সংবিধান ও জনগণের ইচ্ছায় এ সরকার গঠিত হয়েছে হাইকোর্টের এমন রায়ে একমত প্রকাশ করেন সব বিচারপতিরা। সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।
জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, এই রায়ের মধ্যে দিয়ে চূড়ান্তভাবে রাজনীতির মাঠে থাকা সরকারের বৈধতার ইতি টানলেন আপিল বিভাগ।
এর আগে গত ১৩ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মুহাম্মদ মহসেন রশিদের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশে পর্যবেক্ষণে বলা হয়েছিল, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি নথিপত্র দ্বারা সমর্থিত এবং জনগণের ইচ্ছায় গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকারের গঠন ও শপথকে যৌক্তিক বলে উল্লেখ করেছিলেন হাইকোর্ট।
এরপর ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মহসেন রশিদ।
দেশনেত্র দৃষ্টি ছাড়িয়ে