১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
ফাইল ছবি

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

দেশনেত্র প্রতিবেদক :

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) এই বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিলো স্বাধীন, সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ।

আরও বলা হয়েছে, একটি সংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নেই।

এর আগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়, দেশের বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ৩২৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। দায়িত্ব পালনে অনিয়ম ও পক্ষপাতিত্ব করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিলো।

এছাড়াও

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

সিএমপি কমিশনারের গুলির নির্দেশনা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *