দেশনেত্র প্রতিবেদক :
নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে এ আদেশ দেয়।
এর আগে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনর জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন।
গত ১৯ মে রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৬ মে আদেশের দিন নির্ধারণ করে। রিটে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর ধারা বিতর্কিত ও সাংবিধানিকভাবে অসামঞ্জস্যপূর্ণ দাবি করে সেগুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
এ প্রসঙ্গে রিটকারি রওশন আলী জানান, আদালত রিটটি খারিজ করলেও কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে আদেশ পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন।