নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ
ফাইল ছবি

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

দেশনেত্র প্রতিবেদক :

নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে এ আদেশ দেয়।

এর আগে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনর জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন।

গত ১৯ মে রিট আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২৬ মে আদেশের দিন নির্ধারণ করে। রিটে নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় থাকা ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর ধারা বিতর্কিত ও সাংবিধানিকভাবে অসামঞ্জস্যপূর্ণ দাবি করে সেগুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

এ প্রসঙ্গে রিটকারি রওশন আলী জানান, আদালত রিটটি খারিজ করলেও কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে আদেশ পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন।

এছাড়াও

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উত্তাল সচিবালয়

দেশনেত্র প্রতিবেদক : সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া বাতিলের দাবিতে আজ সোমবার সচিবালয়ে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *