সাবেক মেয়র আইভীকে আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো
ফাইল ছবি

সাবেক মেয়র আইভীকে আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের আরো দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালতে আইভীকে তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা  মঞ্জুর করেন।

এছাড়াও একটি মামলায় আইভীকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পরবর্তী তারিখে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

সাবেক মেয়র আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আজ আদালতে আইভীকে সিদ্ধিরগঞ্জে দুটি মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। একই সাথে আমরাও এ দুটি মামলা সহ আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত আরো পাঁচটি মামলা তাকে শ্যোন অ্যারেস্টের আর্জি করি।

তিনি জানান, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো না পর্যন্ত আমরা পরবর্তীতে আইনি পদক্ষেপ নিতে পারছি না। আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি অন্যান্য মামলাগুলোতে তাকে শ্যোন  অ্যারেস্ট দেখানো হবে বলে ইতিবাচক মতামত দিয়েছে।

তিনি আরও জানান, আদালতের এই শুনানিতে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি সাবেক মেয়র আইভী উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়  সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোনএরেস্ট দেখানোর জন্য আবেদন করেছেন মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা। এছাড়াও একটি মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে।

এর আগে  গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে  আইভীর  জামিন আবেদন করা হয়েছিল  ওই সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন।

এছাড়া আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এছাড়াও

‘গোলাম আজমের বাংলায়’ স্লোগানের দায়িত্ব ‘তাদেরকেই’ নিতে হবে: এনসিপি

‘গোলাম আজমের বাংলায়’ স্লোগানের দায়িত্ব ‘তাদেরকেই’ নিতে হবে: এনসিপি

দেশনেত্র প্রতিবেদক : আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ‘বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান’ নিয়ে সমালোচনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *