হুটহাট জামিন নয়, বিবেচনা করে দেবেন: আসিফ নজরুল
সংগৃহীত ছবি

হুটহাট জামিন নয়, বিবেচনা করে দেবেন: আসিফ নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক :

হুটহাট করে কাউকে জামিন না দিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যাচ্ছি।

তিনি আরও বলেন, ১৫ বছর অরাজকতা হয়েছে। গুম হয়েছে, খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে এই বার্তা দিতে হবে। তা না হলে এই পদে থাকার মানে হয় না। মবতন্ত্র ভয়াবহ। বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এসময় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে ব্যবহার করা হয়েছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষকে মুক্তি দেয়ার কাজ শুরু হয়েছে। সব সেক্টরে সংস্কার দরকার। সব সেক্টরকে ধ্বংস করা হয়েছে৷ ন্যায়ভিত্তিক কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গুমের ঘটনা যেন আর না ঘটে। বিচারবহির্ভূত হত্যা যেন আর না ঘটে। অপরাধীকে যেন আইনের আওতায় এনে বিচার করা যায়। মানবাধিকার করে পুলিশিং সম্ভব৷ যে আদালত ভিন্নমত দমনে জেলখানাকে ব্যবহার করে না, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে উল্লেখ করে এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে উল্লেখযোগ্য অপরাধী গ্রেপ্তার হয়েছে। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে৷
কোনো সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর জেন জামিন না পায় সতর্ক থাকুন উল্লেখ করে তিনি বলেন, তারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে জড়ায় সেটা কোনোভাবেই কাম্য না।

এছাড়াও

সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, ফের নগর ভবনে ইশরাক সমর্থকরা

সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধা, ফের নগর ভবনে ইশরাক সমর্থকরা

দেশনেত্র প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *