সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হচ্ছে : আসিফ নজরুল
ফাইল ছবি

সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হচ্ছে : আসিফ নজরুল

দেশনেত্র প্রতিবেদক :

সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনের “মত প্রকাশের স্বাধীনতা” নিয়ে দায়ের সব মামলা প্রত্যাহার করা হবে, আগামী ২ সপ্তাহের মধ্যে। এই ধারায় ৩৩২ টি মামলা হয়েছে। এখন পর্যন্ত প্রত্যাহার হয়েছে  ১৩২টি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলের সব গায়েবি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। এখন পর্যন্ত ২৫ জেলায় আড়াই হাজার এমন মামলা সনাক্ত করা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে। এ ধরনের অন্য মামলাগুলো ফেব্রুয়ারীর মধ্যে প্রত্যাহার করা হবে।’

গত ৫ আগস্টের পরে যেসব হয়রানিমুলক মামলা হয়েছে সেগুলো সরকার করেনি জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘এই মামলাগুলোর বস্তুনিষ্ঠতা না থাকলে পুলিশ যেন কাউকে গ্রেপ্তার না করে সরকার এ নির্দেশনা দিয়েছে। বিচারবিভাগ স্বাধীন, ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে।’

এছাড়াও

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

সিএমপি কমিশনারের গুলির নির্দেশনা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে গুলির নির্দেশনা দেয়া বার্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *