দেশনেত্র প্রতিবেদক :
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শাম্মী আহমেদের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার তাঁর আবেদন সরাসরি খারিজ করে দেন। এর ফলে তিনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন ব্যারিস্টার মাহবুব শফিক।
এর আগে দ্বৈত নাগরিক থাকায় আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। মেহেন্দীগঞ্জ-হিজলা আসনে শাম্মী আহমেদের দুটি আপিল আবেদনই নামঞ্জুর করে নির্বাচন কমিশন। হাইকোর্টের রায়ের পর তাঁর প্রার্থিতা বাতিল বহালই থাকল। শুক্রবার সকালে ইসিতে আপিল শুনানি শেষে তাঁর প্রার্থিতা নামঞ্জুর করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
শাম্মী আহমেদ মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন- এ অভিযোগ করে তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। পরে রিটার্নিং অফিসার শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।