পিটার হাসকে হত্যার হুমকির মামলা খারিজ
ফাইল ছবি

পিটার হাসকে হত্যার হুমকির মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়েছিল কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ফরিদুল আলম। এমন অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চাপ্টারের সভাপতি এমএ হাশেম রাজু বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী বাদীর জবানবন্দি নিয়ে মামলার আবেদন খারিজ করে দেন।

এ বিষয়ে হাশেম রাজু বলেন, বিচারক আমার জবানবন্দি নিয়ে মামলা খারিজের আদেশ দিয়েছেন। মামলা খারিজের বিরুদ্ধে শিগগিরই রিভিশন মামলা করব।

গত ৬ নভেম্বর পিটার হাসকে নিয়ে বক্তব্য দেন ফরিদুল আলম। বুধবার তার সেই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতিহাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদুল আলম বলেন, ‘কে বা কারা এটা এডিট করে প্রচার করেছে আমি জানি না। আমি এ ধরনের বক্তব্য দিইনি। পিটার হাস আমাদের মেহমান। তাকে জবাই করে মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দেইনি।’

এছাড়াও

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

দেশনেত্র প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *