নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার কিছু পরে রাজধানীর ক্যান্টনমেন্ট পোস্ট অফিস সংলগ্ন বেসরকারি আবাসিক ভবন এলাকায় বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান এ অভিযোগ করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, দুদুর সঙ্গে তার বোনের মেজ ছেলে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ডিবির কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।