নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্লবীতে একজন ভূয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয়দানকারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৭ই মে (বুধবার)পল্লবী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম রাজ আল আবির (৩১)। তিনি নিশ্চিন্তপুর,ইউপি-মৌচাক,থানা-কালিয়াকৈর,জেলা-গাজীপুর নিবাসী মোঃ আনোয়ার হোসেন এর ছেলে।
পল্লবী থানা সুত্রে জানা গেছে,গ্রেফতারকৃত রাজ আল আবির বিভিন্ন সময় পুলিশ পোশাক পরিহিত সিনিয়র অফিসারদের সাথে ছবি এডিটিং করে নিজের ছবি ব্যবহার করে করে বিভিন্ন সময়ে প্রতারণা করে আসছে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ পারভেজ ইসলাম দেশনেত্র কে বলেন, মোঃ রাজ আল আবির (৩১) নিজেকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে। সম্পর্কের এক পর্যায়ে তাদের নিকট থেকে আর্থিক সুবিধা ও শারীরিক সম্পর্ক স্থাপন করে ।
তিনি আরো বলেন, উক্ত প্রতারকের মোবাইল পর্যালোচনায় দেখা যায় মিনিমাম ৫০ জন মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে প্রতারণা মূলক ভাবে অর্থ আত্মসাৎ ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। উক্ত প্রতারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ সহ প্রতারণা, সরকারি কর্মকর্তার পরিচয়দানকারীর একাধিক মামলা রয়েছে।
বর্তমানে পল্লবী থানায় এক ভিকটিম এর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও মিথ্যা পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অপরাধে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।