নিজস্ব প্রতিবেদক :
পুনরায় চালুর পর আগামী ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় অনলাইনে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইভ্যালি।
শনিবার (১ অক্টোবর) রাতে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।
পোস্টটিতে ইভ্যালি কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (০৬/১০/২০২২) বিকাল ৫ টায়, ইভ্যালি সংক্রান্ত সকল ইস্যু নিয়ে অনলাইনে সংবাদ সম্মেলন করা হবে। যে সকল সাংবাদিকগণ উপস্থিত থাকতে চান, দয়া করে আপনার বিস্তারিত তথ্য দিয়ে আমাদের press.evaly@gmail.com ঠিকানায় ইমেইল করুন। সংবাদ সম্মেলনটি আমাদের পেইজ থেকে সরাসরি প্রচার করা হবে।
এছাড়া গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে ইভ্যালির ভেরিফাইড ফেসবুক পেজে একটি মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপনও দিয়েছে প্রতিষ্ঠানটি।