ডেস্ক রিপোর্ট :
ইসলামি বিধানে একজন মুসলিম নারী হজ্জ ফরজ হওয়া সমস্ত শর্ত পূরণ করলেও মাহরাম না থাকলে তাকে হজ্জে যাওয়া অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এখন থেকে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়াই নারীরা হজ বা ওমরাহ করতে সৌদি আরব যেতে পারবেন।
মিশরে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ গতকাল সোমবার এ ঘোষণা দেন।
সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘোষণার মধ্যে দিয়ে নারী হজযাত্রীরা মাহরাম ছাড়া হজে যেতে পারবেন কি না, সে বিতর্কের অবসান হলো।
যোগাযোগ করা হলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসেন তাসলাইম গণমাধ্যমকে বলেন, ‘সৌদি কর্তৃপক্ষের নতুন ঘোষণা নারীদের হজ পালনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
হজ ও ওমরাহ মন্ত্রী আল-রাবিয়াহ বলেন,সারা বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ভিসার কোনো কোটা বা সীমা নেই। যেকোনো দেশের মুসলমান যেকোনো ধরনের ভিসা নিয়ে সৌদিতে এসে ওমরাহ পালন করতে পারবেন।
এ ছাড়া হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি আরব আগ্রহী বলেও জানান তিনি।
মন্ত্রী আরো জানান,যারা পবিত্র কাবা ও মসজিদে নববি পরিদর্শন করতে আগ্রহী তাদের সেবা সংক্রান্ত বিষয়গুলো ডিজিটাইজেশনের কাজ চলছে।