দেশনেত্র ডেস্ক :
তুরস্কের আঙ্কারায় টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ(টিইউএসএএস)-এ সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত এবং প্রায় ২২ জন আহত হয়েছে। এ ঘটনার জেরে ইরাক ও সিরিয়ায় পাল্টা বিমান হামলা চালিয়েছে তুরস্ক।
বুধবার বিকেল ৪টায়, টিইউএসএএস এর সদর দফতরে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছিল। তার ফলে মানুষ হতাহত হয়েছে এবং দুইজন আক্রমণকারী এ ঘটনায় নিহত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান বলেছেন, “আমি এই জঘন্য আক্রমণের নিন্দা করি।এর্দোয়ান এখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন।
তুরস্কের এনটিভি নেটওয়ার্ক জানিয়েছে, একটা ট্যাক্সি করে একদল আক্রমণকারী অ্যাসল্ট রাইফেল নিয়ে ঘটনাস্থলে যায়। ঢোকার মুখে গেটেই তারা প্রথমে বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ জানিয়েছেন, আক্রমণকারীরা প্রথমে বিস্ফোরণ ঘটায়, তারপর গুলি চালাতে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বেআইনি সংগঠন কুর্দিশ ওয়ার্কার্স পার্টি(পিকেকে) সম্ভবত এই কাজ করেছে। আক্রমণকারীদের চিহ্নিত করার কাজ চলছে। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। শীঘ্রই আমরা বলতে পারব, কোন সংগঠন এই কাজ করেছে। কিন্তু যেভাবে এই আক্রমণ হয়েছে, তাতে মনে হচ্ছে, এটা পিকেকে-র কাজ”।
তিনি বলেছেন, “আগেও পিকেকে দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি দেয়া হয়েছে। তা সত্ত্বেও তাদের হুঁশ হয়নি। শেষ সন্ত্রাসীকে নিকেশ করা পর্যন্ত আমরা তাদের পিছু ছাড়ব না।”
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদীদের মোট ৩২টি টার্গেটে বিমান হামলা করা হয় এবং তা ধ্বংস করা হয়েছে।